কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা শনিবার রাতে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক নারী হচ্ছেন- টেকনাফ সদর ইউনিয়নের ধুমপ্রাংবিল এলাকার সলিম উল্লাহ স্ত্রী সাবিকুন নাহার (২৫)।
র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (পিপিএম) এক্স, বিএন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সলিম উল্লাহ'র বসতবাড়িতে ইয়াবা মজুদ রয়েছে। অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সলিম উল্লাহ পালিয়ে যায়। স্ত্রীকে ব্যাপক জিজ্ঞেসাবাদে সে স্বীকার করেন।পরে লুকানো অবস্থায় একটি বস্তা পাওয়া যায়।বস্তাটি খুলে গননা করে ২ লাখ পিস ইয়াবাসহ হাতেনাতে সাবিকুন নাহারকে আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ থানায় সোর্পদ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার