২২ মে, ২০১৯ ১৬:১৬

বাগেরহাটে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

খানপুর ইউনিয়ন পরিষদে ধান কেনার মুহুর্ত

বাগেরহাটে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদে ধান কেনার মধ্য দিয়ে জেলাব্যাপী বোরো ধান সংগ্রহের অভিযান শুরু হয়। 

বাগেরহাটে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস আজ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

জানা গেছে, চলতি মৌসুমে বাগেরহাট জেলায় কৃষকরা ৩ লাখ ২৩ হাজার মেট্রিক টন বোরো ধান উৎপাদন করলেও এই জেলা থেকে মাত্র ১ হাজার ৮৫০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। জেলার খাদ্য বিভাগ গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে।
 
বাগেরহাটে বোরো ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা একেএম শহিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত কুমার মজুমদার, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দীন প্রমুখ। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর