২৬ মে, ২০১৯ ২০:৪০

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭১ মামলা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭১ মামলা

নোয়াখালী জেলা শহরের নোয়াখালী গেইট, মাইজদি বাজার রোড, সার্কিট হাউজ মোড় এলাকায় মোটরবাইকের উপর অভিযান চালিয়ে ৭১টি মামলায় ৬৭,৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (২৬ মে) সারা দিনব্যাপী এই ভ্রাম্যমাণ আদালতদ্বয় পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। 

অভিযানে সহযোগিতা করেন মো: মাহবুব কামাল, পরিদর্শক, বিআরটিএ সার্কেল, নোয়াখালী এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ, নোয়াখালী।
 
গোপন সংবাদের উপর ভিত্তিতে মোটরবাইকের উপর জনস্বার্থে পরিচালিত এ অভিযানকালে দেখা যায়, হেলমেট, লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন বিহীন বাইক চালনা, অবীমাকৃত বাইক ব্যবহার, আদেশ অমান্য করে দ্র্রুত ও বিপদজনকভাবে বাইক চালনা ইত্যাদি যা মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৭, ১৩৮, ১৪০, ১৪০(ক), ১৪১ (১), ১৪২ (১), ১৪৩, ১৪৯, ১৫২, ১৫৫ ধারায় অপরাধ। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। জরিমানা থেকে আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা করার জন্য এক্সিকিউটিভ কোর্ট পেশকার শাহাদৎ হোসেন শুভকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর