ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাসের চাপায় শরীফ মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ ও মনকশাই এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, নিহত শরীফ উপজেলার বাদৈর গ্রামের আলতাফ মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় রিফাত মিয়া (১৬) নামে আরেক কিশোর আহত হয়েছেন। সে একই গ্রামের কামাল মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, মোটরসাইকেল চালিয়ে শরীফ ও রিফাত তিনলাখপীর এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শরীফ মারা যান।
বিডি-প্রতিদিন/শফিক