বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে দৈবজ্ঞহাটি গ্রামের নিজবাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সুজা উদ্দিন(৪০) ২০১৬ সালের একটি মামলায় ১ বছর ৪ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টি আসামি বলে জানিয়েছে পুলিশ।
থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, দৈবজ্ঞহাটি গ্রামের ফরিদ উদ্দিন শেখের ছেলে সুজা উদ্দিন মোরেলগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মারপিটের মামলায় সাজাপ্রাপ্ত। তাই তাকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে।
সুজা উদ্দিন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। ২০০৫ সালে তাকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল। এরপরে আর কমিটি হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার