উন্নয়ন কাজের শ্রমিকদের উৎপাদন কাজে নিয়োগের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এক বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা এ বিক্ষোভ করে। তারা বড়পুকুরিয়া বাজার থেকে ধাপের বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। তাপবিদ্যুৎ এলাকার উন্নয়ন শ্রমিক ও স্থানীয় নারী-পুরুষরা এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক আন্দোলন কমিটির সভাপতি হাবিবুর রহমান জানান, আগামী পহেলা জুলাই এর মধ্যে নিয়োগ প্রদান করা না হলে ওইদিন রাত থেকে রাজপথ ও রেলপথ অবরোধ করা হবে।
এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক নুর আলম ও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক আন্দোলন কমিটির সভাপতি হাবিবুর রহমান।
বিডি-প্রতিদিন/শফিক