বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, সমন্বয়কারীরা দেশে সুশাসন প্রতিষ্ঠার নামে অরাজকতা শুরু করেছে।
শার্শার বাগআঁচড়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মফিকুল হাসান বলেন, দেশ আজ গভীর সংকটে। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশকে রক্ষা করুন। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখুন।
তিনি বলেন, ক্ষমতায় যেতে পারবে না জেনেও জামায়াত বেশকিছু ভুঁইফোড় দলের নেতৃবৃন্দকে দিয়ে কথিত পিআর পদ্ধতিতে নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে, যা কখনো পূরণ হবে না। বিএনপির কোনো কর্মী বেঁচে থাকতে তা হতে দেবে না।
যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির কর্মী সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, তাজউদ্দীন আহমদ, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন, যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদাসহ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল