খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের জাম্বুড়া পাড়ায় বিষধর সাপের কামড়ে রেকসন চাকমা (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (২০ জুলাই) দুপুরে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাত আনুমানিক ২টার দিকে ঘুমন্ত অবস্থায় কালাচ প্রজাতির একটি বিষধর সাপ তাকে কামড়ায়।
পরিবার স্থানীয় ওঝার মাধ্যমে প্রাথমিক চিকিৎসার চেষ্টা চালায়। তবে অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাকে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রেকসন চাকমা হাজাছড়া জোড়াব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, 'শিশুটি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমাদের হাসপাতালে পর্যাপ্ত এন্টি ভেনাম রয়েছে। তবে সাপে কাটার পর সময়ক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
তিনি আরও বলেন,'সাপের কামড়ের ক্ষেত্রে ওঝার কাছে যাওয়ার প্রবণতা এখনো অনেক এলাকায় প্রচলিত, যা অত্যন্ত বিপজ্জনক। জনগণকে সচেতন করতে স্বাস্থ্য বিভাগ থেকে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে।'
বিডি প্রতিদিন/মুসা