চাঁদপুর শহরে যান চলাচলে জেলা প্রশাসনের দেওয়া নতুন নিয়ম মানতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। উল্টো গতকাল তারা সড়ক অবরোধ করেন। এতে শহর ও আঞ্চলিক সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি সামলাতে পৌর প্রশাসক গোলাম জাকারিয়া চালকদের সঙ্গে কথা বলে আগের নিয়মে গাড়ি চালানোর অনুমতি দেন। পরে চালকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, শহরে যানবাহন চলাচলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আট নিদের্শনা বাস্তবায়নের নির্ধারিত দিন ছিল ১০ সেপ্টেম্বর। এর আগে ৩১ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে সভায় যানবাহন চলাচলে নিয়মের বিষয়ে সিদ্ধান্ত হয়।