দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রার্থী তিনজন হলেও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী হয়েছেন একজন করে। বিএনপির মনোনয়ন প্রার্থীরা হলেন- জেলা বিএনপি সদস্য, সাবেক এমপি আকতারুজ্জামান মিয়া, কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী, চিরিরবন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবদুল হালিম। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হলেন সাবেক জেলা আমির, সাবেক চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আফতাবউদ্দীন মোল্লা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলন দিনাজপুর জেলার সহসভাপতি আনোয়ার হোসেন নদভী। বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী খেলাফত মজলিশ চিরিরবন্দরের সভাপতি মাওলানা ফয়জুল্লাহ বুলবুল। এ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমনের নাম শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত প্রার্থিতা প্রশ্নে কোনো খবর নেই জাতীয় পার্টি, বামদল, নতুন ছোট ছোট দলগুলোর। কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘যদি নমিনেশন প্রাপ্ত হই, তাহলে লক্ষ্য হবে ১. দলের সমস্ত কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরে দলকে জনপ্রিয় এবং এই আসনটি বেগম খালেদা জিয়াকে উপহার দিতে; ২. নির্বাচিত হলে প্রথমে জোর দেব শিক্ষার ওপরে, কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে; ৩. এলাকার কৃষিপণ্য যাতে দ্রুত বাজারজাত এবং পণ্যের উপযুক্ত মূল্য পায় সেটি নিশ্চিত করার চেষ্টা করব; ৪. এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চেষ্টা করব; ৫. এলাকার হসপিটাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোর আরও উন্নয়ন করব; ৬. বড় বড় বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করে এলাকায় শিল্প কারখানা স্থাপনের ব্যবস্থা করব, যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায়; ৭. সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি ইউনিয়নে স্বেচ্ছাসেবক টিম তৈরি করব, যাতে মানুষকে শিক্ষা, স্বাস্থ্য এবং নৈতিকতা সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করা যায়। অ্যাডভোকেট আবদুল হালিম বলেন, ‘আমি দীর্ঘদিন থেকে এলাকায় কাজ করছি। দলের কাছে মনোনয়ন চাইব। তাছাড়া দল যাকে মনোনয়ন দেবে, তার সঙ্গেই কাজ করব ইনশাল্লাহ।’ আফতাবউদ্দীন মোল্লা বলেন, ‘ন্যায়, ইনসাফ, মানবিক কল্যাণের সমাজ গঠন করতে চাই। সমাজে মাদক বন্ধে এবং বেকারত্ব দূর করতে এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে নৈতিকতার শিক্ষা থাকবে। এ আসনের অনুন্নত এলাকাকে আগে উন্নয়ন করব।’ আনোয়ার হোসেন নদভী বলেন, ‘আল্লাহ আমাকে যদি চিরিরবন্দর খানসামার এমপি হিসেবে মানুষের সেবা করার সুযোগ করে দেন, তাহলে সকল প্রকার বৈষম্যের ঊর্ধ্বে থেকে সাম্য মানবিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং চিরিরবন্দর উপজেলাকে পৌরসভা করার সর্বাত্মক চেষ্টা করব।’ মাওলানা ফয়জুল্লাহ বুলবুল বলেন, ‘খেলাফত মজলিসের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
আমরা চাই, সমাজ বিপ্লবের মাধ্যমে আল্লাহর জমিনের আল্লাহর দীন বিজয় করব। এ লক্ষ্যে কাজ করে যাব।’
উল্লেখ্য, দিনাজপুর-৪ আসনে এবার ৪ লাখ ২৭ হাজার ৬১০ ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দিনাজপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।