রংপুরের পীরগাছার ছাওলা গ্রামে শুক্রবার সন্ধ্যায় এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ধর্ষককে আটক করে শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২য় শ্রেণির শিক্ষার্থী শিশুটি শুক্রবার সন্ধ্যায় বাড়িতে খেলছিলো। এসময় পাশের এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে আলতাফ হোসেন সোনা মেয়েটিকে গাব ফলের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার করে উঠলে তার মা ও আশেপাশের লোকজন মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে আলতাফকে আটক করে।
পরে পীরগাছা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাত ১০ টার দিকে আলতাফকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শনিবার সকালে পীরগাছা থানায় মেয়েটির বাবা একটি মামলা করে।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, শনিবার আটক ধর্ষককে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল