ব্রাহ্মণবাড়িয়ায় শ্যালিকাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুলাভাই নাঈম ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে তাকে সদর উপজেলার অষ্টগ্রাম এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়।
সে শালগাঁও এলাকার মৃত বসু মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার রেজাউল কবির জানান, নিহত তামান্নার মায়ের দেয়া অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে নাঈমের মামার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এখন মামলার তদন্ত কার্যক্রম চলছে। ডিএনএ পরীক্ষার পর তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তামান্না আক্তার (১৫) কে তার দুলাভাই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের শালগাঁও গ্রামে ঐ কিশোরীর বোনের শশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/শফিক