সুনামগঞ্জের পাগলাবাজারে দু'পক্ষের সংঘর্ষের সময় স্কুলছাত্র শাহানুর নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে তার সহপাঠীরা পরীক্ষায় না গিয়ে সড়ক অবরোধ করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আজ শনিবার সকাল ৯ থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত বিচারের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় পাগলা সরকারি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। হাজারো শিক্ষার্থীদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন বিপুলসংখ্যক সাধারণ মানুষ। পাগলা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
আড়াই ঘন্টাব্যাপী চলা অবরোধের ফলে ব্যস্ততম আঞ্চলিক মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রচন্ড গরমে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন খুনিদের শাস্তি নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা করা হবে প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজারে গাড়ির সাইড দেওয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষ চলাকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্র শাহানুর নিহত হয়। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে আটক করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ