দিনাজপুরের ফুলবাড়ীতে শুকরা মন্ডল শুকরু (৪০) নামে এক কৃষক বিদ্যুৎ স্পর্শ হয়ে নিহত হয়েছে। শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকির পাড়া নামক স্থানে জমিতে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রহমান বিপ্লব চৌধুরী জানান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২'র ২২০ ভোল্টের একটি বিদ্যুতের তার ছিড়ে জমিতে পড়ে জমির পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এই সময় কৃষক শুকরা মন্ডল জমিতে কাজ করতে গেলে সে বিদ্যুৎ স্পর্শ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই বিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২'র মহাব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, তার ছিড়ে পড়ার ঘটনাটি তারা জানতেন না। খবর পাওয়ার সাথে সাথে সেখানে এজিএম'র নেতৃত্বে একটি তদন্ত দল প্রেরণ করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ