দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সিপুল মিয়া (৩৫) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন।
শনিবার দুপুর একটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নিতাইশাহ পুকুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিপুল মিয়া বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ডোমখান্দি দহপাড়া গ্রামের শাহাদত আলীর ছেলে।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, বগুড়া থেকে বিরামপুর হাটে গরু কিনতে যাওয়ার পথে নিতাইশাহ পুকুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় চালক সিপুল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন