১৯৭১ সনে মুক্তিযুদ্ধকালে নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মুরারী মোহন সাহাসহ ১৪ জন গ্রামবাসীকে নৃসংশভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী।
তাদের স্মরণে শনিবার দুপুরে শহীদ মুরারী মোহন সাহার বাড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা। শহীদ মুরারি মোহন সাহাসহ ১৪ জনকে ১৯৭১ সনের ২২ জুন রাজাকারদের সহযোগিতায় পাকবাহিনী তাদের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এ দিন রাতেই নরসিংদী শহরের সন্নিকটে খাটেহারা ব্রিজের নীচে পাক বাহিনী তাদেরকে এক এক করে হত্যা করে লাশ ব্রিজের পাশে ফেলে দেয়।
এই মর্মান্তিক ঘটনার বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান, শহীদ মুরারী মোহন সাহার ছেলে সুপদ চন্দ্র সাহা, শংকর চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আরমান, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন