লালমনিরহাটের আদিতমারী স্টেশনের সেনপাড়া এলাকা থেকে শনিবার (২২ জুন) সকালে রেললাইনের পাশে সদ্য জন্ম নেওয়া এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, আদিতমারী উপজেলার সেনপাড়া এলাকায় বুড়িমারী-লালমনিরহাট রেললাইনের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা। পরে সেই ব্যাগের ভেতর একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় তারা। পরে আদিতমারী থানা পুলিশ লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশে বিষয়টি অবহিত করে। ব্যাগের ভেতর রক্তাক্ত কিছু কাপড়ও রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেউ নবজাতকের লাশটি ব্যাগে করে এনে ট্রেন থেকে এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমেধ্য রেলওয়ে পুলিশের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ