গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অন্ত্র ঠেকিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল আলী মিয়ার ৯৩ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তিন প্রতারকের বিরুদ্ধে। পরে ওই তিন ব্যক্তিকে আটক করে জনতা পুলিশের হাতে তুলে দেয়। তারা হলেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০), কুষ্টিয়া সদর থানার মদনপুর গ্রামের মিজানুর রহমান প্রামানিক (৩১), একই থানার হরেকৃষ্ণপুর গ্রামের আনিসুর রহমান (৪০)।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, এই তিন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ভাঙ্গার মালিগ্রাম হাটের গরু ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে প্রায় ৩ কি.মি. দূরে আজিমনগর মোড়া নামক জায়গায় স্থানীয় জনতা তাদের ব্যবহৃত মাইক্রোবাস থামিয়ে এদের আটক করে। তবে চালক মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তিনজনকে ভাঙ্গা থানায় নিয়ে আসা হয়। এরা প্রতারক দলের সদস্য।
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৯/মাহবুব