টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি বাস্তবায়নসহ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ভূমিকা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।
এসময় বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড.সাইফুজ্জামান শিখর, ২ আসনের সংসদ সদস্য অ্যাড. বীরেন শিকদার, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুালিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।
অনুষ্ঠানে আবুল কালাম আজাদ জানান, মাগুরায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ জেলার উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে এখানে বিপুল সংখ্যক মানুষের কর্মস্থানের পাশাপাশি বিশেষ করে জেলায় উৎপাদিক কৃষি পণ্যের রপ্তানিমুখী বাজারের বিস্তৃতি হবে। এছাড়া নানামুখি শিল্পের উন্নয়ন ঘটবে। বাড়বে মানুষের জীবন যাত্রার মান।
এছাড়াও আবুল কালাম আজাদ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসডিজি বিষয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। পরে তিনি মাগুরার শ্রীপুর মাঝাইলে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। এছাড়া তিনি মাগুরা সদরের মাধবপুরে পিংক ভিলেজ ও মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় শেখ কামাল আইটি পার্কের নির্মাণ কাজ পদিরর্শন করেন।
প্রসঙ্গত, মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল ও মাগুরা সদরের কছুন্দী এলাকায় ৩০০ একর জায়গা জুড়ে অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন