ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুরের বাসিন্দা প্রবাসী মোহাম্মদ আতিক উল্লাহ (৫০) ও তার ভাগ্নে মোহাম্মদ হুজাইফা তাহমিদ (১৬) গত ৯দিন থেকে নিখোঁজ রয়েছে।
অনেক খোঁজা খুজির পরও তাদের কোন হদিস পায়নি পরিবার। এ ঘটনায় ফেনীর দাগনভূঞা থানা ও ঢাকার খিলগাঁও থানায় দুটি সাধারণ ডায়রি করেছে তাদের পরিবার।
পারিবারিক সূত্রে জানাযায়, আতিক উল্লাহ পরিবার পরিজন নিয়ে দীর্ঘ ১৫ বছর আবুধাবিতে বসবাস করেন। গত রমজানের কয়েকদিন আগে গ্রামের বাড়ি আসেন। বিদেশ থেকে এসে তিনি দাগনভূঞা উপজেলার উত্তর চন্ডীপুরে তার বোনের সাথেই থাকতেন। তার ভাগ্নে মোহাম্মদ হুজাইফা তাহমিদ একটি মাদ্রাসায় দাখিল শ্রেণিতে পড়ালেখা করেন। ১৩ জুন আতিক উল্লাহ আবুধাবিতে যাওয়ার জন্য ভাগ্নে মোহাম্মদ হুজাইফা তাহমিদকে নিয়ে বাড়ি থেকে বের হন। কথা ছিল তারা ঢাকায় একদিন থাকবেন।
তারপর আতিক উল্লাহ বিদেশ চলে যাবেন এবং ভাগ্নে বাড়িতে চলে আসবেন। বাড়ি থেকে বের হয়ে তারা ফেনীতে এসে একটি বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওয়ানাও দেন। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। দুজনের সাথে থাকা দুটি মোবাইল বন্ধ রয়েছে। ঢাকা, আবুধাবি ও ফেনীর সকল সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাদের কোন হদিস মেলেনি।
এ ঘটনায় মোহাম্মদ হুজাইফা তাহমিদের বাবা মোহাম্মদ হাফেজ আবুল বাশার ১৫জুন দাগনভূঞা থানায় সাধারণ ডায়রি করেন। অপর এক আত্মীয় হাফেজ মোহাম্মদ মনছুর আলি ১৭ জুন ঢাকার খিলগাঁও থানায় সাধারণ ডায়রি করেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো; ছালেহ আহম্মদ পাঠান জানান, জিডি করার পর পুলিশের বেতারের মাধ্যমে সব থানায় খবর পাঠানো হয়েছে। তদন্ত করে আমরা জানতে পেরেছি তারা ঢাকার টিটি পাড়ায়ও নেমেছে। তারপর কোন আত্মীয়র বাড়িতে গিয়েছেন। আমারা মোবাইল ট্রেকিংও করছি এবং খিলগাঁও থানার সাথে যোগাযোগ রেখেছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন