আওয়ামী লীগের ৭০ বছর পূর্তি উপলক্ষে টাঙ্গাইলে রবিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, টাঙ্গাইল সদর আসনে সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও বিকেলে শহীদ মিনার চত্ত্বর থেকে এক বিজয় র্যালি বের হবে এবং ৭০ পাউন্ডের কেক কেটে আওয়ামী লীগের ৭০ বছর উদযাপিত হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ