রংপুর নগরীর তাজহাট গলাকাটার মোড় এলাকায় অভিযান চালিয়ে দুইশ' পিস ইয়াবা ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
তাজহাট গলার কাটার মোড়, কানোন গোটালা রোডস্থ নিজ বাড়ি থেকে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শহিদুলকে গ্রেফতার করে তাজহাট থানা পুলিশের একটি অভিযানিক দল। এসময় তার হেফাজত থেকে দুইশ' পিস ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
শহিদুল ওই এলাকার মৃত: আব্দুল কাদেরের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ রংপুরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি ও সরবরাহ করে আসছে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন