২৪ জুন, ২০১৯ ১২:৩২

ভূমিখাতে অনিয়ম বন্ধের দাবিতে জামালপুরে সনাক-টিআইবির মানববন্ধন

জামালপুর প্রতিনিধি

ভূমিখাতে অনিয়ম বন্ধের দাবিতে জামালপুরে সনাক-টিআইবির মানববন্ধন

ভূমি খাতে অনিয়ম, ডিজিটাল ভূমি জরিপ ও রেজিস্ট্রেশনে হয়রানি বন্ধে জবাবদিহিতামূলক স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনার দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে শহরের দয়াময়ী সড়কে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

জামালপুর সনাকের সহ-সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ফজলে এলাহী মাকাম, সনাক সদস্য তামান্না সালেহীন কবিতা, রনজিৎ বিশ্বাস খোকন, সাজ্জাত হোসেন, টিআইবির এরিয়া ম্যানেজার আরিফ হোসেন, সিরাজুল ইসলাম রনি প্রমুখ।

এ সময় বক্তারা সারাদেশে ভূমিখাতে অনিয়ম বন্ধ এবং জামালপুরে পাইলট প্রকল্পের আওতায় পরিচালিত ডিজিটাল ভূমি জরিপ স্বচ্ছতার সঙ্গে ও দুর্নীতিমুক্তভাবে পরিচালনার আহ্বান জানান।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর