২৪ জুন, ২০১৯ ১৭:২৫

সিরাজগঞ্জে দুর্ঘটনায় ছাত্র-শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে দুর্ঘটনায় ছাত্র-শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহতরা হলো- কামারখন্দ উপজেলায় ঝাঐল ইউনিয়নের চকশাহবাজপুর গ্রামের মকবুল হোসেন তালুকদারের ছেলে ও চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল আলম (৫০) ও উল্লাপাড়ার উপজেলার বোয়ালিয়া উত্তরপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও বোয়ালিয়া বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মারুফ হোসেন (৯)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে শিক্ষক রেজাউল নিজ এলাকা চক শাহবাজপুরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। গুরুত্বর অবস্থায় সিরাজগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। অন্যদিকে, বোয়ালিয়া গ্রামের আরিফুল নামে এক হেলপার স্কুল মাঠে একা একা ট্রাক চালানোর প্রাকটিস করছিল। এ সময় স্কুলছাত্র মারুফ হোসেন ওই মাঠে ছাত্র-ছাত্রীদের সাথে খেলা করছিল। অদক্ষ হেলপাল খেলারত মারুফকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারুফ হোসেন মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। 

এদিকে, স্কুল মাঠে দুর্ঘটনার খবর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও পৌর মেয়র নজরুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর