দিনাজপুরের বিরলে ভটভটিতে উঠানোর সময় গাছের গুঁড়ির নিচে পড়ে সিফাত বাবু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিফাত বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী বাঘডাঙ্গা গ্রামের হাফেজ আবুল কালামের ছেলে।
পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় পলাশবাড়ী বাঘডাঙ্গা গ্রামে বাড়ির পাশে রাস্তায় গাছের কাটা অংশ (গুঁড়ি) ইঞ্জিন চালিত ভটভটিতে উঠনোর সময় হঠাৎ একটি গাছের গুঁড়ি পড়ে গেলে পাশে থাকা শিশু সিফাত বাবু তাতে চাপা পড়ে। তাকে উদ্ধার করে সাথে সাথে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির পরিবারের কোনও অভিযোগ না থাকায় বুধবার রাতেই শিশুটির দাফন সম্পন্ন হয়।
বিডি-প্রতিদিন/শফিক