গাজীপুরের ধীরাশ্রম এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর ও টঙ্গীর পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
বিডি প্রতিদিন/ফারজানা