বরিশালে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২জন নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন নগরীর কাশীপুর এলাকার মিজান জোমাদ্দারের ছেলে অটোরিক্সা চালক হাসেম জোমাদ্দার (৪০) এবং বাবুগঞ্জ এলাকার আ. রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।
বরিশাল নগরীর এয়ারপোর্ট থানার ওসি জাহিদ-বিন আলম জানান, নগরীর কাশীপুর এলাকার একটি শাখা সড়ক থেকে একটি অটোরিক্সা মহাসড়কে উঠছিলো। এ সময় একটি প্রাইভেটকার মহাসড়কের ওই এলাকা অতিক্রমকালে ওই অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। অটোরিক্সাটি সিটকে পথচারী নারীর উপর পড়ে। এতে দুর্ঘটনাস্থলেই পথচারী নারী নিহত হয়। স্থানীয়রা আহত অটোরিক্সা চালক হাসেম জোমাদ্দারকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য দুইজনের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার পর চালকসহ ওই প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ