'জিংক ধান করলে চাষ, পুষ্টি পাবে বারো মাস' এ শ্লোাগানকে সামনে রেখে নেত্রকোনায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রেসক্লাব হলরুমে প্রকাশ গণ উন্নয়ন কেন্দ্রের (পিজিইউকে) আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এসময় সেমিনারে আমন ও বোরো মৌসুমে জিংক ধানের উপকারিতা ও আবাদ করণ সম্পর্কে আলোচনা করা হয়। আয়োজকরা বলেন, জিংক সমৃদ্ধ খাবার খেলে ছেলেমেয়েরা খাটো হয় না, সেই সাথে শিশুদের শারীরিক বৃদ্ধি ও মেধার বিকাশ হয়, ক্ষুধামন্দা দূর করে, এমন বেশকিছু উপকারিতা ও মানব দেহের প্রয়োজনীয় সম্পর্কে সাধারণ ধারণা প্রদান করা হয়। সেমিনারে জেলার বিভিন্ন পর্যায়ের কৃষক ও বীজ ডিলারগন অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রকাশ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আ. শ. ম. আমানুল হাসান তাইমুরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাহমুদসহ জেলার কৃষি সম্প্রসারণ বিষয়ক বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও নেত্রকোনা জিংক ধানের প্রথম ডিলার মোতাকাব্বির ভূঁইয়া টুটুল উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল