ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শীর্ষ মাদক ব্যবসায়ি কাপ্তান ভূইয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাপ্তান ভূইয়া ওই গ্রামের আব্দুল আজিজ ভূইয়ার ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মো. রসুল আহমেদ নিজামী জানিয়েছেন, মাদকের মামলার গ্রেফতারী পরোয়ানার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সকালে কাপ্তান ভূইয়াকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী যেই হোক তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/হিমেল