দিনাজপুরের বিরল ও বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। বিরলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সঞ্জিব রায় এবং মিন্টু চন্দ্র রায় এবং বীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোছা. মাজেদা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
নিহতরা হলেন, সঞ্জিব চন্দ্র রায় (১৮) বিরল উপজেলার রাজারামপুর এলাকার গয়ানাথ রায়ের ছেলে ও মিন্টু চন্দ্র রায় (২০) হরিদাস চন্দ্র রায়ের ছেলে। এসময় গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে সন্তোষ চন্দ্র রায়ের ছেলে সোহাগ চন্দ্র রায় (১৭)। অপর দুর্ঘটনায় নিহত মোছা. মাজেদা বেগম (২৫) বীরগঞ্জ উপজেলার সাতোর ইউপির চকরঘু গ্রামের মো. মতির স্ত্রী।
শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের চনকালী এলাকায় এবং দিনাজপুর-পঞ্চগড় সড়কের বীরগঞ্জের ভোগনগর ইউপির ভাবকী বাদিয়া পাড়া নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন ও বিরল থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল পৃথক এ দুর্ঘটনারর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক