কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে হাফেজ মৌলানা রুহুল আমিন (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এসময় নিহতের বড় ভাই আমিনুর রশিদকে (৬২) কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহতকে উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নিহত হাফেজ মৌলানা রুহুল আমিন ও আহত আমিনুর রশিদ ওই এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ মো. বেলাল উদ্দিন (৫৫) কে আটক করেছে। আটক বেলাল উদ্দিন ওই এলাকার মৃত মো. শফির ছেলে।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন বলেন, নিহতের বড় ভাই আমিনুর রশীদের সাথে একই এলাকার মো. বেলাল উদ্দিনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে বাদি আর বিবাদী পক্ষ ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। কিন্তু কেউ তাদের বিরোধ নিষ্পত্তি করতে পারেনি। কয়েকদিন আগে জমি বিরোধ নিয়ে নিহত মৌলানা রুহুল আমিনের বড় ভাই আমিনুর রশিদ চকরিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা ও চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ দায়েরের রেশ ধরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, ১৯৫৮ সালে মো. বেলাল উদ্দিনের পিতা মো.শফিও জমির বিরোধ নিয়ে নিহত মৌলানা রুহুল আমিনের দাদা গণি উল্লাহ মুন্সিকেও লাঠির আঘাতে খুন করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, কৈয়ারবিল এলাকায় জমির বিরোধের জের ধরে রুহুল আমিনকে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে সরাসরি জড়িত অন্য আসামিদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা