ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে জুয়েল মিয়া (১৮) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক উপজেলার শ্যামগ্রাম দক্ষিণপাড়ার আহম্মদ আলীর একমাত্র পুত্র। শুক্রবার রাতে উপজেলার নবীনগর-শ্যামগ্রাম মাঝিয়ারা সড়কের ধনু মেম্বারের বাড়ির মোড়ে এই ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার রাতে অটোরিকশার ব্যাটারি চার্জ করার উদ্দেশ্যে গ্যারেজে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় জুয়েল। এলাকাবাসী উদ্ধার করে জুয়েল মিয়াকে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক