নেত্রকোনায় কালী মন্দিরে বেলা ১২টায় পূজা অর্চনার মধ্য দিয়ে মহাসপ্তমির আয়োজন শুরু হয়। শনিবার সকাল থেকে দল বেঁধে পরিবার পরিজন নিয়ে আসতে থাকে পূজারি দর্শনার্থীরা। পূজা শুরুর মধ্য দিয়ে বলিদান শুরু হয়। পরে ভক্তবৃন্দরা একে একে অঞ্জলি দেন। শিশু থেকে শুরু করে সকল বয়সের নারী পুরুষ সাতপাইয়ের শতবর্শী পুরনো কালী মন্দিরে পূজো দিতে আসেন। বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই মন্দিরের পূজা অনুষ্ঠিত হয়। ভক্ত দর্শনার্থীদের ভীড় জমতে থাকে বিকেল নাগাদ। এদিকে শান্তিপূর্ণভাবেই পূজা উদযাপন হয় বলে সন্তুষ্ট আয়োজকরাও।
নেত্রকোনায় এবার ৫০৯ টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ৪৫৫ টি সার্বজনীন মণ্ডপ রয়েছে। ৫৪ টি ব্যাক্তিগত মণ্ডপেও অত্যন্ত আনন্দ উদ্দীপনার মধ্য দিয়েই উৎসব পালিত হয়। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতিও রয়েছে সুন্দর। পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা। বিসর্জন এবং তৎপরবর্তী পর্যন্ত বহাল থাকবে আইনশৃখলা বাহিনীর নিরাপত্তা ব্যাবস্থা। এদিকে পুরো জেলা শহর সেজেছে বর্ণিল রূপে।
জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, সার্বিক নিরাপত্তার চাদরে ঘেরা উৎসবস্থল। এখনো পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় আছে। এই জেলার ঐহিহ্য হচ্ছে এই শারদীয় দুর্গোৎসব। এটি বহাল থাকবে। তিনভাগে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি অফিসাররাও টহল করছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা দেখেলেই পুলিশ কন্ট্রোল রুমে ফোন দিতে বলা আছে।
বিডি প্রতিদিন/ফারজানা