জমি দখলের মিথ্যা অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে রাঙামাটির বরকলের স্থানীয় এক ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে।
শনিবার বেলা ১১টায় শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. নাজমুল ইসলাম। এসময় তার ভাই মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মো. নাজমুল ইসলাম অভিযোগ করে বলেন, সম্প্রতি রাঙামাটির বরকল উপজেলার স্থানীয় মনিরুজ্জামান ও তার সহযোগীরা তার পিতা মো. আব্দুর রহমানের বিরুদ্ধে কলাবুনিয়ার ইউনিয়নের বামল্যান্ড জমি
দখলের মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে। যা খুবই দুঃখজনক ঘটনা। মনিরুজ্জামান মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের পরিবারের সম্মান নষ্ট করার পাঁয়তারা করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে মো. নাজমুল ইসলাম আরও বলেন, আমরা অবিলম্বে এসব মিথ্যা অপপ্রচার এবং হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি। এ ঘটনার তদন্তপূর্বক শাস্তি দাবি জানান ভুক্তভোগীরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন