যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আওয়ামী লীগ অসম্প্রদায়িক সম্প্রীতির চেতনায় বিশ্বাস করে।
আজ শনিবার ভোলার চরফ্যাশন উপজেলায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে পূজা উদযাপন পরিষদ আয়োজিত জনাকীর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্যাকব আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার আত্মপ্রত্যয়ী বলিষ্ঠ নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশ বিনির্মাণের অগ্রযাত্রার সোপানে বাংলাদেশ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন পূজা উদযাপন পরিষদের আহবায়ক পরেশ দেবনাথ ও সদস্য সচিব অভিমান্য দাস।
বিডি-প্রতিদিন/শফিক