হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে অসহায় দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় নশরতপুর ইউনিয়নের পালপাড়া দুর্গামন্দির কর্তৃপক্ষ এ বস্ত্র বিতরণ করেন। এসময় পূজা উদযাপন কমিটির সভাপতি নিরঞ্জন চন্দ্র পাল, সচিব নিতাই চন্দ্র পাল, বিজয় চন্দ্র পাল, বিকাশ চন্দ্র পাল, নৃপেন চন্দ্র পাল, বিধান চন্দ্র পাল, মিন্টু দাস ও বৈদ্যনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও গত দুইদিনে ফুলবাড়ী ও খানসামাতে অসহায় দুস্থদের মধ্যে বস্ত্র ও পূজার সামগ্রী বিতরণ করা হয়।
পূজার সামগ্রী বিতরণ শেষে রঞ্জিত বর্মন বলেন, শুধু পূজায় নয়, ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ করে থাকেন তিনি। অন্যের মুখে হাসি ফোঁটাতে, নিজের সামান্য উপার্জনের টাকা দিয়ে তিনি মানুষের পাশে দাঁড়ান, সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক