বগুড়ায় সংবাদ সম্মেলন করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন এক দম্পতি। শনিবার বগুড়া প্রেসক্লাবে বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়ার বাসিন্দা আলম আকন্দ ও তার স্ত্রী তাছলিমা বেগম সংবাদ সম্মেলন করে বলেন, তারা আর মাদক ব্যবসা করবেন না।
শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ওই দম্পতি আরো বলেন, অভাবের তাড়নায় কিছুদিন মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম। এটা আমাদের মারাত্মক ভুল ছিল। এ জণ্য জনগণের কাছে ক্ষমা প্রার্থী। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মাদক ব্যবসা ছেড়ে এখন মুদিখানার ব্যবসা শুরু করেছেন। আর কখনও মাদক ব্যবসা করবো না, স্বাভাবিক জীবনে ফিরতে চাই। তারা স্বাভাবিক জীবনে ফিরতে আইন শৃঙ্খলাবাহিনীসহ সকলের সহযোগিতা চেয়েছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব