আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, কোন দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের স্থান আওয়ামী লীগে নেই। সৎ, যোগ্য, ত্যাগী, পরীক্ষিত নেতাদের আগামী সম্মেলনে পদ দেওয়া হবে। শনিবার দুপুরে ভাঙ্গার মালীগ্রাম বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা বলেন। কাজী জাফরউল্লাহ আরও বলেন, এবারের কমিটিতে পারিবারিক ইতিহাস যাদের আওয়ামী লীগে তাদেরকে মূল্যায়ন করা হবে। অপরাধী ক্ষমতাশালী হলেও, তাকে ছাড় দেওয়া হবে না।
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান হাওলাদার মিরনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও ভাঙ্গা পৌর মেয়র আবু ফয়েজ মো. রেজা, ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক মুন্সী, কেন্দ্রীয় যুব লীগের সদস্য কামরুজ্জামান কাফি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান লিটু প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক