বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) একেএম আব্দুল্লাহ বিন রশিদ এর হস্তক্ষেপে সপ্তম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার (১৪) বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। সেই সাথে বর ও কনের উভয় পরিবারকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার সদরের বম্বোপাড়ার আনিছুর রহমানের মেয়ে দুপচাঁচিয়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার (১৪) এর সাথে উপজেলার গুনাহার ইউনিয়নের হাপুনিয়া গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে আবু রায়হানের বিয়ের দিনক্ষণ নির্ধারণ ছিল। মেয়ের বাড়িতে বিয়ের আয়োজনও চলতে থাকে। বরযাত্রী যথাসময়ে মেয়ের বাড়িতে চলেও আসে।
এদিকে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ পুলিশ ফোর্সসহ বিয়ে বাড়িতে হাজির হন। বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে তা বন্ধ করার নির্দেশ দেন। একই সাথে বাল্যবিয়ে করতে আসা এবং দেওয়া চেষ্টার অপরাধে বর ও কনে উভয় পক্ষকে বিশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক