বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহার ফাঁড়ি পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন সাজুসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত সাড়ে ৯ টায় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে।
গ্রেফতারকৃতরা হলো আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামের আফছার আলীর ছেলে ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন সাজু, সান্তাহার পৌর এলাকার সান্দিড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩২) ও ছাতনীর মৃত মজিবর রহমানের ছেলে নয়ন (২৮)।
বগুড়ার সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, সান্তাহার ইউপির ছাতনী মন্ডলপাড়ায় সুখানগাড়ী পুকুর পাড়ে একটি ঘরে বেশ কিছুদিন ধরে তাসের মাধ্যমে জুয়ার আসর চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক