রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ পুত্র সাদ এরশাদ বিজয়ী হয়েছেন। নির্বাচনে ৫৮ হাজার ৮৭৮ হাজার ভোট পেয়ে বিজয়ী হন সাদ এরশাদ। তিনি জাতীয় পার্টি ও মহাজোটের প্রার্থী ছিলেন।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। এই নির্বাচনে মাত্র ২২ দশমিক ৮৬ ভাগ ভোট পড়েছে।
বিএনপি প্রার্থী ভোট টেম্পারিং করার অভিযোগ তুলেছেন। তিনি এই ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বলেন, পরিকল্পিতভাবে আমাকে হারানো হয়েছে। অন্যদিকে পিতা মরহুম এরশাদ ও রংপুরবাসীকে বিজয় উৎসর্গ করেছেন সাদ।
রংপুর-৩ শূন্য আসনে উপ-নির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, মহাজোট মনোনীত প্রার্থী রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ) ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। এছাড়ও স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মোটরগাড়ি প্রতীক নিয়ে ১৪ হাজার ৬৮৪ ভোট, এনপিপি’র শফিউল আলম আম প্রতীক নিয়ে ৬১১ ভোট, গণফ্রন্টের কাজী মা. শহীদুল্লাহ মাছ প্রতীক নিয়ে ১ হাজার ৬৬২ ভোট এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৯২৪ ভোট। এই নির্বাচনে ২২ দশমিত ৮৬ ভাগ ভোট পড়েছে। বাতিল হয়েছে ১৫টি ভোট।
তিনি আরও জানান, ১৭৫টি কেন্দ্রের ৯৪০ টি স্থায়ী এবং ৮৩ টি অস্থায়ী মোট ১ হাজার ২৩ টি কক্ষে বিরতিহীনভাবে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট সুষ্ঠু এবং সুন্দর ও অবাধ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য বলেছেন, ৭৩টি ঝুঁকিপুর্ণসহ মোট ১৭৫টি ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। ভোটের আগের দিন ও ভোটের পরের দিন নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনি থাকবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন