কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে। শনিবার ভোরে পৌরসভার পুরাতন পল্লান পাড়ার রাশেদ মুন্সির বাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার মৃত ছলিম এর স্ত্রী রশিদা বেগম (৪২) ও কেকেপাড়ার হোসেন আলীর স্ত্রী মো. তৈয়ুবা (৩৮)।
র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- পুরাতন পল্লানপাড়ার রাশেদ মুন্সির বাড়া বাসায় মাদক ব্যবসায়ীরা গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। গাঁজাসহ আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক