কুমিল্লার দাউদকান্দির মেঘনা নদীতে আজ শনিবার বিকেলে ‘জেলা প্রশাসক নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমাদের পরিচয় আমরা গ্রাম-বাংলার মানুষ। এই গ্রাম-বাংলার ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ছোট বেলায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনেক ভালো লাগতো। কিন্তু দীর্ঘদিন এই নৌকা বাইচ প্রতিযোগিতা চোখে পড়েনি। কুমিল্লার মেঘনা-গোমতী নদীতে কখনও এতো সুন্দর নৌকা বাইচ প্রতিযোগিতা হয়নি। মেঘনা ও গোমতী নদীতে আজকের এই নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রমাণ হলো গ্রাম-বাংলার মানুষ তাদের ইতিহাস-ঐতিহ্য ভুলে যায়নি। অতীত হারিয়ে যেতে দেয়নি।
এর আগে, অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু এমপি, স্থানীয় এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, সেলিমা আহমেদ মেরী এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল এডমিরাল (অব.) মো. আবু তাহের, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল আউয়াল সরকার, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক