ব্রাহ্মণাবড়িয়ার সরাইলে এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের একটি জমি থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন। তবে এখন পর্যন্ত ওই তরুণীর পরিচয় জানতে পারেনি পুলিশ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, রাতে বিটঘর গ্রামের একটি জমির কাদামাটিতে মস্তকবিহীন একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রাতেই নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। তাকে গলা কেটে হত্যার পর জমিতে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ