বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার পলাতক ৮ আসামির মধ্যে চার্জশিটভুক্ত ৪ আসামি আত্মসমর্পণ করেছে। রবিবার সকাল ১০ টায় আইনজীবীর মাধ্যমে তারা আদালতে আত্মসমর্পণ করেন।
এদের মধ্যে-শিশু অপরাধী মামলার ২ নম্বর আসামি রাকিবুল হাসান রিফাত হাওলাদার, ৩ নম্বর আসামি আবু আব্দুল্লাহ ওরফে রায়হান, ১২ নম্বর আসামি প্রিন্স মোল্লা এবং প্রাপ্ত বয়স্ক মামলার ৩ আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত। এর আগে ৩ অক্টোবর আদালত পলাতক ৮ আসামির মালামাল জব্দ করার নির্দেশ দেন।
গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজ এর সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। পরের দিন নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে গত ১ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ূন কবির নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলায় এখনও চার আসামি পলাতক রয়েছে।
উল্লেখ্য, আদালতে আত্মসমর্পণকৃত রিফাত হাওলাদার হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি রামদা ব্যাগে ভরে ঘটনাস্থলে নিয়ে গেছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল