বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে সুন্দরবন থেকে চোরাই পথে আসা ২০ মণ হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় একজনকে আটক করা হয়। রবিবার ভোররাত ৪ টার দিকে এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার বিশ্বজিৎ জানান, ভোররাত ৪ টার দিকে চোরাই পথে সুন্দরবন থেকে হরিণের মাংস আসার খবর পেয়ে অভিযান চালিয়ে বিহঙ্গ চর এলাকা থেকে ইন্জ্ঞিন চালিত নৌকাসহ ২০ মণ হরিণের মাংস জব্দ করা হয়। এসময় আব্দুস সোবহান (৫৫) নামের একজনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃত সোবহানের বাড়ি পাথরঘাটার চরদোয়ানী গ্রামে। জব্দকৃত মাংস বনবিভাগে হস্তান্তর করা হয়েছে। বন আইনে আটককৃত সোবহানের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল