নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে গৌবিন্দ্র চন্দ্র দাস (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার পুরানপাড়া রেল ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত গৌবিন্দ্র চন্দ্র দাস সোনারগাঁও উপজেলার বারদী গ্রামের বলাই চন্দ্র দাসের ছেলে। সে বারদী বাজারে স্বর্ণকারের কাজ করতো।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, গৌবিন্দ বৃহস্পতিবার নরসিংদীতে বেড়াতে এসেছিল। সকালে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে তিন টুকরা হওয়া মরদেহ ঘটনারস্থল থেকে উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘটনাস্থলে একটি বিকল মোবাইল ফোন পাওয়া যায়। ঐ ফোন দিয়েই নিহত স্বজনদের খোঁজ পাওয়া যায়। পরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক