ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধানক্ষেত থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান জানান, নিহতের গলয় কাপড় জড়ানো ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর ধানক্ষেতে মরদেহ ফেলে রাখা হয়েছে। তবে মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ