সিরাজগঞ্জে সেপটিক ট্যাংকে আটকে পড়ে শফিকুল ইসলাম (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরও দুই শ্রমিক। আজ শুক্রবার দুপুরের পর সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত শফিকুল সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার মৃত মন্টু শেখের ছেলে এবং আহতরা হলেন একই এলাকার ইসমাইল (৪২) ও আকাশ (২৫)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হামিম জানান, সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার শামছুল নামে এক ব্যক্তির ৬তলা ভবনের নির্মাণ কাজ চলছিল। ওই বাড়ির পুরনো সেপটিক ট্যাংক পরিস্কারের কাজ করছিলেন তিন শ্রমিক। তারা অন্তত ১৫ ফুট গভীরে গেলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ভেতরেই আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আহতাবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর শফিকুলের মৃত্যু হয়। আহত অন্য দু’জন চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ