শিরোনাম
১৮ নভেম্বর, ২০১৯ ১৪:৩২
খাগড়াছড়িতে নাটাবের এডভোকেসি সভা

যক্ষ্মা নিয়ন্ত্রণে সংবাদকর্মীদের ভূমিকা অনস্বীকার্য

খাগড়াছড়ি প্রতিনিধি

যক্ষ্মা নিয়ন্ত্রণে সংবাদকর্মীদের ভূমিকা অনস্বীকার্য

যক্ষ্মা রোগের লক্ষণ ও এর চিকিৎসা সম্পর্কে সংবাদকর্মীরা সমাজে অগ্রণী ভূমিকা রাখতে পারে। সাংবাদিক সমাজের নেতৃবৃন্দরা যদি সাধারণ মানুষের মাঝে যক্ষ্মারোগ প্রতিরোধ সম্পর্কে কোনও কথা বলেন মানুষ তা সহজেই গ্রহণ করতে পারে এবং বিশ্বাস করে। এভাবেই সচেতনতা ছড়িয়ে পড়ার মধ্যে দিয়ে যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।

সোমবার বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে “যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সাংবাদিক সমাজের ভূমিকা র্শীষক” আয়োজিত এডভোকেসি সভায় আলোচকরা এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই এডভোকেসি সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিভিল সার্জন ডা. মিঠুন চাকমা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল কান্তি ত্রিপুরা ও খাগড়াছড়ি প্রেসক্লাবের  সহ-সভাপতি জহুরুল আলম প্রমুখ।

এতে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর